মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্কুলে স্কুলে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু

133

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কুলেস্কুলে মুক্তিযুদ্ধের গল্প বলা শুরু হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তাজকেরাতুন স্বরূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপনগর বীরবিক্রম শহীদ মোহর আলী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দলগঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, অ্যাডভোকেট আব্দুস সামাদ, মো. আলাউদ্দিন, মো. আব্দুর রহমান, মো. মফিজুল ইসলাম, মো. আহসান উদ্দিন, মনিম উদ দৌলা চৌধুরী, মো. মনিমুল হক, প্রফেসর মোহা. ইব্রাহিম ও মো. জয়নাল আবেদীন। বছরব্যাপী এ কর্মসূচির নাম দেয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ উদ্যোগটি নেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাগণ শিক্ষার্থীদের সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, রণাঙ্গনের সেই ভয়াল দিনগুলোর কথা, পাকহানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বর্বর নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা পাবে, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে, মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, ভবিষ্যতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে তারা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।