শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

95

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জে চেয়ারম্যান পদে ২ ও ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪ জন। এর আগে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন আলী মিঞাসহ ৬জন। এদের মধ্যে বিএনপি নেতা আশরাফুল হক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন জমা দিলেও নাজমুল আলম উজ্জল, সাইফুল ইসলাম খান মিটুল খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় এ পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এ নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২১ মে।