শান্তি আলোচনা বাতিলের হুমকি দুতার্তের

382

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গতকাল বুধবার কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের হুমকি দিয়েছেন। সন্দেহভাজন কমিউনিস্ট গেরিলাদের অতর্কিত হামলায় দুতার্তের চার সামরিক দেহরক্ষী আহত হওয়ার কয়েক ঘন্টা পর এ হুমকি দেন তিনি। দুতার্তের সহকারীরা জানান, প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি গ্রুপের দুটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুতার্তে (৭২) তখন গাড়ি বহরে ছিলেন না। বন্দুকধারীরা দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের একটি মহাসড়কে এ হামলা চালায়। দ্বীপটিতে সামরিক আইন বলবৎ রয়েছে। খবর এএফপি’র। সরকার এই হামলার জন্য নিউ পিপলস আর্মিকে দায়ী করেছে। এটি কমিউনিস্ট পার্টি অব দ্য ফিলিপাইন্সের ৪ হাজার সদস্যের সশস্ত্র শাখা। এই হামলার জবাবে সরকার দক্ষিণাঞ্চলে গেরিলারা সৈন্যদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করার হুমকি দিয়েছে। ইসলামিক স্টেট গ্রুপের আদলে গড়া জঙ্গিদের পরাজিত করতে ডিসেম্বর পর্যন্ত মিন্দানাওয়ে সামরিক আইন জারির জন্য দুতার্তে কংগ্রেসের প্রতি আহ্বান জানানোর একদিন পর এ হামলা চালানো হল। মারাউই নগরীতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। জঙ্গিরা গত ২৩ মে মারাউইতে হামলা চালায়। এরপর দ্বীপটিতে ৬০ দিনের সামরিক আইন বহাল রয়েছে। দুতার্তের সামরিক আইনের মেয়াদ বাড়ানোর জবাবে এশিয়ায় সবচেয়ে বেশি দিন ধরে বিদ্রোহী তৎপরতা চালানো কমিউনিস্ট পার্টিটি সরকারের ওপর হামলা শুরু করার জন্যে গত মঙ্গলবার এর সামরিক শাখাকে নির্দেশ দেয়। ফিলিপাইনে ১৯৬৮ সালৈ কমিউনিস্ট বিদ্রোহীরা তৎপরতা শুরু করে। এরা মিন্দানাওয়েই অধিকাংশ হামলা ও সহিংসতা চালায়। এতে এখন পর্যন্ত ৩০ হাজার লোক প্রাণ হারিয়েছে।