ঘুরে আসুন ভিন্ন জগতে

784

বেশ বড় জায়গা নিয়ে ভিন্ন জগত। ৩০০ বিঘারও বেশি জায়গা নিয়ে ২০০১ সালে রংপুর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে ভিন্ন জগত নামে বিনোদনকেন্দ্রটি। ভিন্ন জগতের একপাশ দিয়ে বয়ে গেছে সেচ প্রকল্প। ভেতরেও বেশ বড়বড় খাল আছে। প্রচুর গাছ-পালা রোপিত হয়েছে ও হচ্ছে। ছোট-বড় সবার জন্য রয়েছে রাইড। মনীষীদের কথা ও লোকশিল্পের মেলা নামে আছে বেশ বড় আয়োজন, মেরি-গো-রাউন্ড, ফ্লায়িং জোন, নাগরদোলা, স্পাইডার জোন, বিশ্ব দেখা, আজব গুহা। রাতে থাকার জন্য রয়েছে কটেজের ব্যবস্থা। স্থানীয় ভাস্কর শিল্পীদের নিয়ে বিভিন্ন কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে ও হচ্ছে ভাস্কর্য। পুরোটা ঘুরে দেখতে প্রায় ১ বেলা লাগে। ভিন্ন ভিন্ন ও বহুমুখী আয়োজন দেখতে যাওয়াই যায়।
যেভাবে যাবেন : রংপুর শহরের মেডিকেল মোড় থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও কিংবা পঞ্চগড়ের বাসে চড়ে ২০-৩০ মিনিটের দূরত্বে পাগলাপীর। সেখান থেকে খলেয়া গুঞ্জিপুর বাজারে অটো, সিএনজি, রিকশা কিংবা ভ্যানগাড়িতে যাওয়া যায়।