দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে মাহাথির মোহাম্মদ

28

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা বলছে, দুর্নীতিতে মাহাথির মোহাম্মদের দুই ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশনের (এমএসিসি) প্রধান আজম বাকি বলেন, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার মধ্যে মাহাথির অন্যতম। উত্তরপূর্ব কেলানতান রাজ্যে সাংবাদিকদের দুর্নীতিবিরোধী কমিশনের প্রধান বলেন, প্রথমে তদন্ত শেষ হতে দিন। মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্ব দেন। এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পুনরায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্যান্ডোরা ও পানামা পেপারস ফাঁসের পর তদন্তের অংশ হিসেবে গত জানুয়ারিতে মাহাথিরের বড় দুই ছেলে মির্জান মাহাথির ও মোখজানি মাহাথিরকে তাদের সম্পদের হিসাব দেয়ার নির্দেশ দেয় দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি)।