এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয় বলেছেন গণপূর্তমন্ত্রী

21

নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ভবন মালিককে এসটিপি (সিউয়েজ ট্রিটমেন্ট প্লান্ট) নিশ্চিত করার শর্ত যুক্তের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, এসটিপি ব্যতীত ভবনের নকশা অনুমোদন দেয়া উচিত নয়। কেননা আবর্জনাকে দূর করতে এটির কোনো বিকল্প নেই। ইতিমধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল সংস্থাসমূহকে ভবনের নকশা অনুমোদনের সময় এসটিপি স্থাপনের নির্দেশ দিয়েছি। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।