জেলায় বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন আটক

749

সদর উপজেলার চরবাগডাঙ্গার ফাটাপাড়া থেকে ১ কেজি হেরোইন ও ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি একই এলাকার মোবারক আলীর ছেলে ফয়েক আলী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন জানান- আজ সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল, সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় অভিযান চালিয়ে, ফয়েক আলীর ঘর থেকে ঐসব মাদকদ্রব্য উদ্ধার করে। পলাতক মাদক ব্যবসায়ী ফয়েক আলী একাধিক মাদক মামলার আসামী বলেও জানান তিনি। এদিকে, শিবগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিচ ইয়াবাসহ ২জনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক ব্যক্তিরা হলো-সদর উপজেলার চরবাগডাংগা ফাটাপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে সাদরুল এবং একই এলাকার গোটাপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে জলংগীর হোসেন। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় ৬ হাজার পিচ ইয়াবা, ১০টি ট্যাব, ১টি ন্যাসোকেন ড্রপ, ১টি মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়। আটককৃত চোরাকারবারীদের মালামালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। অন্যদিকে, সোনামসজিদ ট্রাক টার্মিনালের একটি হোটেলের পশ্চিমের আমবাগান থেকে ১ কেজি গাঁজাসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গতকাল সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের ছেলে রাসেলকে ১ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান, ওসি বাবুল উদ্দিন সরদার। এছাড়া, তেলকুপি সীমান্ত থেকে ৫০ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পৌনে ৬টার দিকে তেলকুপি সীমান্তের জিলাপির মোড়ে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।