নাচোলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

269

নাচোলে স্থানীয় প্রশাসনের সহায়তায় মডেল মসজিদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সকালে নাচোল পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশন ও থানাপুলিশের সহায়তায় সরকারী খাস খতিয়ানভূক্ত জমিতে প্রায় ৪৬ বছর যাবত বসবাসকারীদের প্রায় ১০/১৫টি বসতঘর বুলডোজার দিয়ে ভেঙে উচ্ছেদ করা হয়েছে। এদিকে, এ উচ্ছেদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা জানান, ইতিপূর্বে আদালত থেকে তাদেরকে পরপর ৩ বার নোটিশ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা আদালতের নির্দেশে কার্যকর না করায় সরকারী খাস খতিয়ানভূক্ত জমি থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার চৌধুরী জোবায়ের আহাম্মদ, ইসলামী ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী।