শিবগঞ্জ ও গোমস্তাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের অভিযান

275

শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ চাঁপাইনবাবগঞ্জের জাতীয় ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ৭ টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ২টিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ ও ৫১ অনুযায়ী অবৈধ ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং ৩৮ ধারা অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তা বিধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।
এদিকে, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কীটনাশক বিক্রির দোকান ও একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বাজার তদারকিমুল অভিযানগুলি চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জে অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক প্রেসনোটে বলা হয়, প্রকাশ্যে মূল্য তালিকা প্রদর্শণ না করা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক, বালাইনাশক বিক্রির অভিযোগে রহনপুর বাজারের একটি ট্রেডার্সকে সতর্ক করার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক সৈয়দ মোস্তাক হাসান কৃষকদের প্রতারণার ব্যাপারে আরও সচেতনতার আহব্বান জানিয়েছেন বলেও প্রেসনোটে উল্লেখ করা হয়।