ইভিএমসহ একনেকে ১৪ প্রকল্প অনুমোদন

230

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় বহুল আলোচিত ইভিএম প্রকল্পসহ মোট ১৪ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১২ হাজার ৫৪৪ কোটি ৯৪ লাখ টাকা। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ১৪টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১২ হাজার ৫শ’ ৪৪ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৮শ’ ৪২ কোটি ৩৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ২শ’ ৫৭ কোটি ১ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৪শ’ ৪৫ কোটি ৬০ লাখ টাকা।