মৃত্যুর ৬২ বছর পরে বেঁচে উঠলেন মেরিলিন মনরো!

104

মৃত্যুর পর পার হয়ে গেছে অর্ধ শতকেরও বেশি। তবু আজও তিনি জনপ্রিয়, আকর্ষণের কেন্দ্রে। তিনি মেরিলিন মনরো। তার সৌন্দর্যের রশিতে যে কত পুরুষের মনের নৌকা বাধা ছিল, তার সীমা নেই। শুধু ছিল কেন, এখনও আছে। সেই মেরিলিন যদি হঠাৎ জীবিত হয়ে ওঠেন! ভক্তের সঙ্গে কথা বলেন! কেমন হবে? এরচেয়েও বড় প্রশ্ন কীভাবে সম্ভব?

আশ্চর্য কাণ্ডের নেপথ্যে সোল মেশিনস নামের একটি হাইটেক কোম্পানি। সহযোগী সংস্থার নাম অথেনটিক ব্র্যান্ডস। সম্প্রতি আমেরিকার দক্ষিণপূর্ব টেক্সাসে একটি প্রযুক্তি সম্মেলনে ‘ডিজিটাল মেরিলিনে’র কথা প্রকাশ্যে আনে দুই সংস্থা। ডিজিটাল মেরিলিন হলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় তারকা মেরিলিন মনরোর মতোই কথা বলে, এমনকি হাবভাবও কিংবদন্তি নায়িকার মতোই।
জানা গেছে, দুই সংস্থা ল্যাঙ্গুয়েজ মিলে প্রসেসিং ডিপ লার্নিং এবং ওপেন এ আই চ্যাটজিপিটি ৩.৫ ব্যবহার করে কল্পিত মেরিলিনকে তৈরি করেছেন। তাতেই স্বপ্নের স্বাদ পাচ্ছেন ভক্তরা।

সূত্র- রয়টার্স।