মুকেশ আম্বানির স্ত্রী নীতা এত কম বেতন পেতেন

93

মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। মার্কিন প্রভাবশালী ফোর্বস সাময়িকীর তথ্যানুযায়ী, তার সম্পদের পরিমাণ ১১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি এশিয়ার শীর্ষ ধনী। বিশ্বে ধনীর তালিকায় বর্তমানে তার অবস্থান নবম। নীতা, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী। দেশটির মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে জন্ম তার। জানা গেছে, বিয়ের আগে মুকেশের স্ত্রী নীতা স্কুলশিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। স্থানীয় সান ফ্লাওয়ার নার্সারিতে শিক্ষকতা করতেন তিনি। এ জন্য তিনি মাসিক মাত্র ৮০০ রুপি বেতন পেতেন। এক পুরোনো সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছিলেন নীতা নিজেই। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মাত্র তিন সপ্তাহ প্রেম করার পর ১৯৮৫ সালে বিয়ে করেন মুকেশ ও নীতা। এক সাক্ষাৎকারে নীতা বলেছিলেন, “মুকেশকে বিয়ে করার পরও তিনি তার শিক্ষকতার চাকরি চালিয়ে যাচ্ছিলেন। সে সময় কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করত। তবে কাজটি তার ভালো লাগত। তিনি তার শিক্ষকতার চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন। বর্তমানে মুকেশের স্ত্রী নীতা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন। একই সঙ্গে তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত।