চাঁপাইনবাবঞ্জে নেশাজাতীয় নিষিদ্ধ ইনজেকশন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

618

চাঁপাইনবাবগঞ্জে ১৯৫ পিস নিষিদ্ধ মাদকজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় রাজু নামে এক যুবককে যাবজ্ঝীবন কারাদন্ড, সেইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত রাজু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ রসুলপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। মামলার বিবরণে ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২১ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দলের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের সড়কের উপর ১৯৫ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় রাজু। এঘটনায় ওইদিন রাজুকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ২০২১ সালের ১৯ মার্চ রাজুকে একমাত্র অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যদের সাক্ষী,প্রমাণ ও শুনাণীর পর আদালত বৃহস্পতিবার রাজুকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন।