বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন

102

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও রহনপুর পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রহনপুর পৌরসভার পুরাতন ভবনে এই দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা। দ্বিবার্ষিক সম্মেলন আহ্বায়ক শ্রী সচীন দেব বর্মণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপনপরিষদ চঁাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, জেলা শাখার দপ্তর সম্পাদক কেশব চ্যাটার্জী ও জেলা কমিটির সদস্য সমির চৌধুরী ঝাল্লু। স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব শ্রী গৌতম রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী মনতোষ চক্রবর্তী, কমল চক্রবর্তী, অশোক পাল, মিনু বর্মণ, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী ডলার সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন সাহা ও রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী রণজিত চক্রবর্তী। সভার শুরুতে গীতা পাঠ করেন শ্রী সুধেন দাস। সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে শ্রী সচীন দেব বর্মণকে সভাপতি ও সুমন সাহকে সাধারণ সম্পাদক করে গোমস্তাপুর উপজেলা শাখা এবং শ্রী রণজিত চক্রবর্তীকে সভাপতি ও শ্রী মিঠু কুমার দাসকে সাধারণ সম্পাদক করে রহনপুর পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। সভায় গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।