পশ্চিম কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল

93

পশ্চিম কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। আজ রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গতকাল বিকেলে উত্তর-পূর্ব ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকা থেকে আড়াই হাজার মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কর্মকর্তারা ডনি ক্রিক এলাকা থেকেও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ কলাম্বিয়ার কিছু অংশে তাপমাত্রা চলতি সপ্তাহে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে, যা মৌসুমি গড় থেকে প্রায় ১০ ডিগ্রি বেশি। সপ্তাহান্তে বৃষ্টি প্রত্যাশিত হলেও বজ্রপাতের ঝুঁকি রয়েছে যা আরও আগুন ছড়াতে পারে। প্রতিবেশী আলবার্টাতে ৩ হাজার ৫০০ জনেরও বেশি লোক সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে। প্রাদেশিক সরকার গতকাল বিকেলে প্রকাশিত একটি ফায়ার বুলেটিনে বলেছে, আলবার্টানদের দ্রুত সরে যেতে বলা হয়েছে, কারণ এই সপ্তাহান্তে গরম এবং শুষ্ক অবস্থার আশঙ্কা করা হচ্ছে।