প্রথমবারের মত ফাইনালে ইতালি, দশ বছর পর উরুগুয়ে

116

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইতালি ও উরুগুয়ে। গতকাল রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় উরুগুয়ে। এর আগে তারা ১৯৯৭ ও ২০১৩ সালে ফাইনাল খেলেছিল। অপর সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইতালি। এবারই প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো ইতালির যুবারা। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে তারা সেমিফাইনাল খেলেছিল। একবার তৃতীয় ও একবার হয়েছিল চতুর্থ। এবার যে দলই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।