নাচোলে ৩০ জনকে প্রশিক্ষণ ও লেবু উন্নত জাতের চারা বিতরণ

80

নাচোলে ৩০জনকে প্রশিক্ষণ ও উন্নত জাতের লেবু চারা বিতরণ করা হয়েছে। আজ কৃষি অফিস চত্তরে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যপী প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষকের মাঝে উন্নত জাতের চারা, রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডিএই উপপরিচালক ডঃ পলাশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে হর্টিকালচার সেন্টার কল্যাণপুর চাঁপাইনবাবগঞ্জ এর উপপরিচালক ডঃ বিমল কুমার প্রামাণিক, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এসএরডিআই, ডঃ মোঃ নুরুল ইসলাম।