চাঁপাইনবাবগঞ্জে ভেজাল মিশিয়ে মসলা উৎপাদনের দায়ে মিল মালিকের অর্থদন্ড

104

চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলার মহারাজপুর হাট এলাকার সাইফুল ইসলামের মালিকানাধীন একটি মসলা উৎপাদন মিলকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে  ওই মিলে অভিযান চালানো হয়।  অভিযানে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মসলা উৎপাদন. উৎপাদনে মসলার সাথে ভেজাল হিসেবে চালের ও ভুট্টার আটা মেশানোর  দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৪৫ ধারায় অর্থদন্ড আরোপ ও আদায় করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে উপস্থিত জেলা স্যানিটারী ইন্সপক্টের কোবাদ আলী দন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ধরণের অভিযান চলবে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।