নাচোলে অবৈধভাবে র‌্যাফল ড্র’র টিকিট বিক্রির দায়ে মোবাইল কোর্টে ১৩ জনের কারাদন্ড

169

নাচোলে অবৈধভাবে র‌্যাফল ড্র’র টিকিট বিক্রির দায়ে ১৩ জন টিকিট বিক্রেতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল রাতে উপজেলার মুরাদপুর এলাকা থেকে ওই ১৩ লটারী টিকেট বিক্রেতাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। রাত ১০টার দিকে মোবাইল কোর্টের বিচারক ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ১৩ বিক্রেতার প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডের আদেশ দেন। আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে। নাচোল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, রাজশাহীর মোহনপুর উপজেলার ভিমনগর টিপটপ ক্লাবের উদ্যোগে মাসব্যাপী চলা বিজয় মেলা উপলক্ষে ‘দৈনিক আলোর ভুবন র‌্যাফেল ড্র’র নামে নাচোলের বিভিন্ন স্থানে বেআইনিভাবে লটারীর টিকিট বিক্রি চলছিল। গতকাল রাতে মুরাদনগরে ইজিবাইকে করে টিকিট বিক্রেতারা একত্রিত হলে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এরপর তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে কোর্ট তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেন।
দন্ডিতরা হলেন,রাজশাহীর তানোর উপজেলার মির্জাপুর গ্রামের বোদ্ধনাথের ছেলে নির্মল, বানিয়াল গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মামুন আলী, আতাউর রহমানের ছেলে সফর আলী, গঙ্গারামপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আপেল, কশিমুদ্দিনের ছেলে কামাল উদ্দিন, মুকুলের ছেলে হাবীব, শহিদুল ইসলামের ছেলে ফরিউজ্জামান, বলদিপাড়া গ্রামের সদর আলীর ছেলে আনোয়ার হোসেন, মোহনপুর উপজেলার মহেশপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাসান আলী, পবা উপজেলার তেতুলিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী, নাচোলের মুরাদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে তোরাব আলী, আঝইর গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাইফুল ইসলাম ও নওগাঁর পতিœতলা উপজেলার ঘোষনগর গ্রামের জয়নাল হকের ছেলে মিলন।