শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদরাসায় দোয়া, নবীন বরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

342

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী হেফজুল উলুম ফয়েজা খানম কামিল মাদরাসায় দাখিল, আলিম ও কামিল পরীক্ষার্থীদের জন্য দোআ, নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রওশনা জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির দাতা কামরুল আরেফিন বুলু মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শরিফা খাতুন বেবী, নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক রজব আলী ও মাদ্রাসাটির মুহাদ্দিস মোহাম্মাদ আব্দুল খালেক। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ড. এমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে রওশনা জাহান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা বিদায়ী ছাত্রছাত্রী এবং যারা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তাদের জন্য অভিনন্দন ও শুভ কামনা । যারা এখনো এ প্রতিষ্ঠানে পড়াশোনা করছো তাদের কেউ অভিনন্দন জানাচ্ছি। যারা বিদায়ী তারা এখান থেকে যে শিক্ষা অর্জন করেছ সে শিক্ষা ছড়িয়ে দিবে দেশের মাঝে। তোমাদের এই আলো ছড়ানোর মধ্য দিয়েই তোমাদের এই প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের শিক্ষক, তারাও অনন্দিত হবে। নবীনদের জন্য বলেন তোমরা লেখাপাড়া করে মানুষের মত মানুষ হও। সুশিক্ষায় শিক্ষিত হও।
অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন জানান, এবার দাখিল পরীক্ষার্থী রয়েছে ৫৪ জন, আলিম পরীক্ষার্থী ৬০ জন ও কামিল পরীক্ষার্থী ৫৭ জন।