নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি প্রদান

35

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা এবং শিক্ষার প্রতি আগ্রহ, ঝরে পড়াসহ বাল্যবিয়ে রোধে ১৬৭ টি বাইসাইকেল ও ১৮৭জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। আজ দুুপুরে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদিকুল আরেফিন, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, মিস আন্না মিনজ, ডিরেক্টর প্রোগ্রাম, ব্রাক ইন্টারন্যাশনাল, আফ্রিকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ছাইদুল ইসলাম বিপিএম পিপিএম ও সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, কসবা ইউপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক আপু, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক সহ অন্যরা। শেষে সকল শিক্ষার্থী ও অতিথিদের দুপুরের মধ্যান্নভোজের আয়োজন করা হয়। এরআগে বেলা ১১টায় আদিবাসীরা তাদের নৃত্য, গান, ফুলের মালা ও ফুল ছিটিয়ে অতিথিদের বরণ করেন।