জেলায় উৎপাদিত আমের সম্ভাবনা নিয়ে মতবিনিময়

82

চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত আমের সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আ¤্রকাননে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওই কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, হার্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকুসহ অন্যরা। সভায় সভাপতিত্ব করেন কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার সিদ্দিক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক।
লিখিত বক্তব্যে মুনজের আলম মানিক বলেন- দেশের সব থেকে বেশি আম উৎপাদন হয় এই জেলায়। অথচ এই জেলায় আমকে শিল্প হিসেবে গড়ে তোলা যায় নি। এই জেলার উৎপাদিত আম থেকে নানান ধরনের খাদ্যপণ্য তৈরি করে বাজারজাতের ব্যবস্থা করা গেলে একদিকে কর্মসংস্থান বাড়বে অন্যদিকে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে এই জেলার আম। তিনি বলেন-পুরাতন বড় বড় আম গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাছাড়া বড়গছগুলোতে প্রচুর পরিমান আমও পাওয়া যায়। এসময় তিনি জেলায় আম চাষ ও উৎপাদন সংকান্ত তথ্য তুলে ধরেন।