চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন

242

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ একে এম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অনুষ্ঠানে জেলাপ্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, আমরা পাটকে অন্যান্য পণ্যের সাথে লিংক করব এবং জেলায় পাট ভিত্তিক ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলব। যদি আমরা করতে পারি তাহলে আমাদের কেউ ঠেকাতে পারবে না। সবাই মিলে চেষ্টা করলে আমরা পারবই পারব। অপর সম্ভাবনা আমাদের আছে, কেন আমরা এটি করতে পারব না। পাটে এক সময় আমরা লিডার ছিলাম। আমরা একত্রে কাজ করলে আবারো আমরা লিডার হব। বিষয়টা আমরা নিলাম আমাদের সর্বচ্চো মনোযোগ এখানে থাকবে। আমের প্রতি যেমন আছে, ধানের প্রতি যেমন আছে, তেমনি পাটের প্রতিও আমাদের গুরুত্ব থাকবে। আমারা পাট চাষীর সংখ্যা বাড়াতে চাই। কৃষকদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে চাই। এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব। সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, সিভিলা সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক, উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন কর্মজীবি মহিলা সতিমির প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।