চাঁপাইনবাবগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

252

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’-প্রতিপাদ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানববন্ধনের উদ্বোধন ঘোষণা করেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ.কে.এম তাজকির-উজ-জামান, সিভিল সার্জন ডা. এসএফএম খাইরুল আতাতুর্ক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুনজুরুল হুদা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নারীদের অগ্রযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে তার বক্তব্যে বলেন, একটা সময় ছিলো যখন নারীরা ঘরে বসে থাকতেন, বাইরে বের হতেন না অনেক সামাজিক বাধা বিপত্তির কারণে। কিন্তু সময় বদলেছে, এখন যদি নারীদের যে পটেনশিয়াল, নারীদের যে ক্ষমতায়ন সেটাকে যদি সম্পূর্ণ ব্যবহার না করি তাহলে আমাদের এই অগ্রযাত্রা ব্যহত হতে বাধ্য। আমরা নারীদের অগ্রযাত্রার পেছনে যা যা বাধা আছে, সেগুলোর মধ্যে একটা হলো স্কুল থেকে ড্রপআউট, আর এর সাথে সংশ্লিষ্ট বাল্যবিবাহ। তাদের শিক্ষা প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত তারা দুর্বার গতিতে, স্বাভাবিক গতিতে, কোনরকম বাধা-বিপত্তি ছাড়াই যদি এগিয়ে যেতে পারেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যদি সহজেই নিজেকে নিয়েজিত করতে পারেন তবেই আমাদের উন্নয়ন অর্থবহ হবে ও উন্নয়নের যে সঠিক লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে।এদিকে, ভোলাহাটে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়। আজ বেলা ১১টার দিকে ভোলাহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দীন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ভোলাহাট সাব জোনাল অফিসের এজিএম রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল মামুন, কৃষি ব্যাংক ম্যানেজার আবুল বাশার তুষার, মহিলা বিষয়ক কর্মচারী আঞ্জু আরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার বিভিন্ন পেশাজীবি নারী। মানববন্ধটি উপজেলা পরিষদ গেট সংলগ্ন ভোলাহাট রহনপুর সড়কে অবস্থা নেয়।