জেলায় ফেন্সিডিলসহ ৪ জন আটক

226

গোমস্তাপুরে ২০০ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। আজ বিকেলে উপজেলার বোয়ালিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল-শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত ফুদনের ছেলে আব্দুল মতিন বাবুল, একই গ্রামের মৃত কাশেমের ছেলে জামাল উদ্দিন চুটু ও নুর মোহাম্মদের স্ত্রী সাফিনা বেগম। গোমস্তাপুর থানার এসআই রনি কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে উপজেলার বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে,তেলকুপি বিওপি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে মাদকদ্রব্য প্রবেশ করবে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ৫৯ বিজিবির টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় টহল কমান্ডার হাবিলদার আসাদুজ্জামানের নেতৃতে টহল দল ৭৬ বিঘা এলাকায় ফাঁদ পেতে অবস্থান করে। পরে গভীর রাতে কয়েকজন চোরাকারবারী ঐ এলাকায় প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত এলাকা তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা থেকে ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক ফেন্সিডিল উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয় প্রেসনোটে।  অন্যদিকে, সোনামসজিদ পিরোজপুর এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চোরাইপথে মাদকদ্রব্য প্রবেশ করবে-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিওপির টহল কমান্ডার সুবেদার আলমগীর খাঁন ঠাকুরের নেতৃত্বে টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় ২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করে বিজিবি সদস্যরা। আটক ব্যক্তি ঐ এলাকার জালাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম। এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক ফেন্সিডিল আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এবং আটককৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।