গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশেী নিহত

119

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর  সীমান্তে বিএসএফ’র গুলিতে সাইফুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশী রাখাল নিহত হবার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে (৩এপ্রিল,বুধবার) বিএসএফ’র গুলিতে ভারতের অভ্যন্তরে প্রাণ হারায় সাইফুল। তিনি রাধানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।  তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলেও জানিয়েছে সূত্রগুলো। রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, বুধবার সকাল ৭টার দিকে তিনি ঘটনাটি জানতে পারেন। পরে সাইফুলের পরিবার তাঁকে ঘটনাটি জানায়। এ ব্যাপাওে ১৬’বিজিবি’র রোকনপুর কোম্পানী কমান্ডারের সাথে কথা হয়েছে জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, বিজিবি মরদেহ উদ্ধাওে তৎপরতা শুরু করেছে। মরদেহ বাংলাদেশে আসার পর এ ব্যাপাওে বিস্তারিত জানা যাবে বলেও জানান চেয়ারম্যান। সংশ্লিস্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের রোকনপুর ও বিভীষণ সীমান্তের মাঝামাঝি বিপরীতে ভারতের ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের নিকটে গুলিতে  নিহত হন সাইফুল। গুলিতে রাজু নামে বাংলাদেশী অপর এক রাখাল আহত হয় বলেও শোনা গেছে। সে রোকনপুর গ্রামের ভোলার ছেলে। বাংলাদেশে পালিয়ে এসে সে অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছে বলে শোনা গেছে। গুলির পর রাখাল দলটি ছত্রভঙ্গ হয়ে যায় ও যে যেভাবে পারে বাংলাদেশে পালিয়ে আসে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, ভারতের অভ্যন্তওে বিএসএফ’র গুলিতে সাইফুল ইসলাম নিহত হয়েছে। তাঁর লাশ ভারতীয় হেফাজতে রয়েছে। পুলিশ এ ব্যাপারে বাংলাদেশ সীমান্তে খোঁজ খবর করেছে। এদিকে গোমস্তাপুর সীমান্ত পাহারা দেয়া নওগাঁ ১৬’বিজিবি’র দায়িত্বশীল কোন কর্মকর্তার সাথে এ ঘটনার ব্যাপারে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায় নি।