ঈদের আগে ও পরে রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা

23

প্রতিবছরের মতো এবারও ঈদের সময় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এপ্রিলের প্রথম ১২ দিনে অর্থাৎ ঈদুল ফিতরের আগে ও পরে রেমিট্যান্স এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) এর পরিমাণ ৯ হাজার ৬৪৮ কোটি টাকা কোটি টাকা। দৈনিক গড়ে রেমিট্যান্স আসছে ৭ কোটি ৩০ লাখ ডলার।  সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ দেশে পঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ২০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৭১ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।