অনুমতি পাওয়ায় ৪ ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজ

43

৩০ এপ্রিল পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পহেলা মে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে। তাকে এই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জাতীয় দলের সিরিজ থাকায় তাকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছিল বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মে। ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মোস্তাফিজের পহেলা মে দেশে আসার কথা ছিল। কিন্তু সেদিন চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। আমরা তাকে ওই ম্যাচটা খেলার অনুমতি দিয়েছি। পরদিনই সে জাতীয় দলে যোগ দেবে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ভালো সময় যাচ্ছে বাংলাদেশের তারকা পেসারের। গতকাল মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজ বিবর্ণ থাকলেও তার দল প্রথম অ্যাওয়ে জয়ের স্বাদ পেয়েছে।