সফল রান তাড়ায় সিরিজ ইংল‌্যান্ডের

সফল রান তাড়ায় সিরিজ ইংল‌্যান্ডের প্রথম ম‌্যাচে আগে ব‌্যাটিং করে জিতেছিল ইংল‌্যান্ড। এবার সফলভাবে রান তাড়া করল ইংলিশরা। তাতে এক ম‌্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল সাবেক বিশ্ব চ‌্যাম্পিয়নরা। রোববার ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ইংল‌্যান্ড। আগে ব‌্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৯৬ রান করে। জবাব দিতে নেমে ইংল‌্যান্ড ৯ বল হাতে রেখে লক্ষ‌্য ছুঁয়ে ফেলে। ইংল‌্যান্ডের এবারের ম‌্যাচে জয়ের নায়ক পেসার লুক উড। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম‌্যাচ সেরা নির্বাচিত হন দ্রুতগতির বোলার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব‌্যাটিংয়ে এদিন সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক শেই হোপ। ৩৮ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। তার চেয়ে ২ রান কম করেছেন জনসন চার্লস। ৩৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন চার্লস। দুজন ৯০ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। এই জুটি ভাঙার পর তেমন জুটি হয়নি। তবে বড় রানের জন‌্য ব‌্যক্তিগত ইনিংসগুলো কাজে এসেছে। রোভমান পাওয়েল ১৫ বলে ৩৪ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। ১১ বলে ১৯ রান করেন রোমারিও শেফার্ড। সাতে নেমে জেসন হোল্ডার ৯ বলে ২ চার ও ৩ ছক্কার ঝড়ে ২৯ রান করলে দুইশর কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজের পুঁজি। লুক উড বাদে ইংল‌্যান্ডের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন চার্স, জ‌্যাকব বেথেল ও আদীল রশিদ। জবাব দিতে নেমে দলীয় ৯ রানে জেমি স্মিথ (৪) সাজঘরে ফেরেন। সেখান থেকে বেন ডাকেট ও জস বাটলার দলকে এগিয়ে নেন। আগের দিন মাত্র ৪ রানের জন‌্য সেঞ্চুরি মিস করেন বাটলার। আজ ৩ রানের জন‌্য ফিফটি বঞ্চিত হন তিনি। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন বাটলার। ডাকেট ১৮ বলে ৩০ করেন ৪ চার ও ১ ছক্কায়। মিডল অর্ডারে দলের হাল ধরেন হ‌্যারি ব্রুক ও বেথেল। ব্রুক ২টি করে চার ও ছক্কায় ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। বেথেল ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রান করেন। তবে ব‌্যবধান গড়ে দেন টম ব‌্যানটন। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় দ্রুত ৩০ রান করলে ইংল‌্যান্ডের সহজ জয় নিশ্চিত হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ৪৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আকিল হোসেন, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রস্টন চেজ। সাউদাম্পটনে ১০ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ এড়াতে পারে কিনা সেটাই দেখার।

রিঙ্কুর বাজিমাত, এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

রিঙ্কুর বাজিমাত, এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫ বলে ৫ ছক্কা মেরে রিঙ্কু সিং এমন আলোচনায় এসেছিলেন যে, তার দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তার বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছিলেন। শুধু তা-ই বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের সঙ্গে রিঙ্কুর প্রেম চলছে এমন খবরও ছড়িয়ে পড়ে। বিশেষ করে শাহরুখ তার মান্নাতে রিঙ্কুকে ডিনারে ডাকায় গুঞ্জনটা আরো চর্চা হওয়া শুরু করে। কিন্তু সেসবের আদতে কিছুই হয়নি। আইপিএলের পর ভারতের জার্সি গায়ে জড়িয়ে মহাতারকা হয়েছেন রিঙ্কু। এবার বাজিমাত করলেন গাঁটছড়া বেধে। ভারতের রাজনীতিতে প্রিয়া সরোজ এখন পরিচিত মুখ। রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী এমপি প্রিয়া সরোজ। তার সঙ্গেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রিঙ্কু। দুজন প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর সামনে আসে। এরপর পারিবারিক আলোচনায় বিয়ের আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়। রোববার লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাদের বাগদান হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে। ২০২৩ সালের আইপিএলের পরেই প্রিয়ার সাথে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়ে রিঙ্কুর। তারপরেই শুরু হয় দুজনের প্রেম। অবশেষে তাদের চারহাত এক হলো। রিঙ্কু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলে খেলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন মারকুটে ব্যাটসম্যান।

বাটলার ঝড়ে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ

বাটলার ঝড়ে উড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিলো ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজকে। ২১ রানের জয়ে সিরিজে শুভ সূচনা করলো ইংলিশরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ইংলিশরা। জস বাটলার ঝড় তোলেন তিনি করেন ৯৬ রান। জবাব দিতে নেমে লিয়াম ডসনের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৯ উইকেটে ১৬৭ রানে থেমে যেতে বাধ্য হয় ক্যারিবীয়রা। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস জেতেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। শুরুতে বেন ডাকেটের (১) উইকেট হারালেও জেমি স্মিথ এবং জস বাটলার ঝড় তোলেন। ৮ ওভারে তারা দলীয় স্কোরকে উন্নীত করেন ৯৫ রানে। এ সময় আউট হন জেমি স্মিথ। ২০ বলে ৩৮ রান করেন তিনি। এরপর হ্যারি ব্রুক ৬ রান করে, টম ব্যান্টন ৩ রান করে আউট হওয়ার পর জ্যাকব বেথেলকে নিয়ে ঝড় অব্যাহত রাখেন বাটলার। দলের ১৭৬ রানের মাথায় আউটর হন তিনি। আফসোস মাত্র ৪টি রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৫৯ বলে ৬ বাউন্ডারি এবং ৪ ছক্কা মেরে ৯৬ রান করে আউট হন বাটলার। জ্যাকব বেথেল ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের একেবারে শেষ বলে ৯ রান করে রানআউট হন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রোমারিও শেফার্ড নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ক্যারিবীয় ব্যাটারদের কেউ খুব বড় কোনো ইনিংষ খেলতে পারেননি। সর্বোচ্চ ২৩ বলে ৩৯ রান করেন এভিন লুইস। এছাড়া ২০ বলে ২৪ রান করেন রস্টোন চেজ। রোমারিও শেফার্ড এবং জ্যাসন হোল্ডার ১৬ রান করে সংগ্রহ করেন। আন্দ্রে রাসেল ১৩ বলে করেন ১৫ রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকটে হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা। লিয়াম ডসন ৪ ওভার ২০ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাথিউ পটস ৪৮ রান দিয়ে এবং জ্যাকব বেথেল ২৭ রান দিয়ে নেন ২টি করে উইকেট।

এবার মামলা হলো কোহলির বিরুদ্ধে

এবার মামলা হলো কোহলির বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এবার থানায় মামলা হলো বিরাট কোহলির বিরুদ্ধে। মামলার এজাহারে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর জন্য কোহলিকেই দায়ী করা হলো। স্থানীয় সমাজকর্মী এইচএম বেঙ্কটেশ এই মামলা করেন। উল্লেখ্য, বুধবার বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর আইপিএল উৎসবে শামিল হতে গিয়ে প্রাণ হারান ১১ জন। কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ মামরা দায়ের করেছেন বেঙ্গালুরুর কাবন পার্ক থানায়। তিনি জানান, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে এত বেশি সমর্থক হাজির হয়েছিলো! পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও কেন উৎসব চালিয়ে যাওয়া হল, তাও জানতে চেয়েছেন তিনি। কাবন পার্ক থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্কটেশের মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। শোনা গেছে, সেই অনুষ্ঠানের পরই স্ত্রী আনুশকা শর্মা এবং সন্তানদের নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয়োৎসবের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেইনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধে স্বঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। গ্রেফতারের আশঙ্কা করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্নাটক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেই মামলায় শুক্রবার বিচারপতি এসআর কৃষ্ণ কুমার নির্দেশ দেন, পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া যাবে না। কর্নাটক ক্রিকেট বোর্ডের যে সব কর্মকর্তা এই মামলায় জড়িয়ে পড়েন, তাদেরও আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে নিষেধ করেছেন বিচারপতি। তার আরও নির্দেশ, বোর্ডের কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করতে হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এরইমধ্যে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে বরখাস্ত করেন। বহিস্কার করা হয়েছে পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তাকেও। বৃহস্পতিবারই তিনি জানিয়েছিলেন, আরসিবি এবং কেএসসিএ কর্মকর্তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুনছে কর্নাটক হাইকোর্ট। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকেও। সেখানেই কর্নাটক সরকার জানিয়েছে, এ ঘটনার তদন্ত করবে সিআইডি। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হচ্ছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে। কাউকে রেহাই দেয়া হবে না বলেই আদালতে জানিয়েছে সিদ্দারামাইয়া সরকার। যদিও আদালতের নির্দেশে খানিক স্বস্তি পেলেন বোর্ডের কর্তারা।

বেঙ্গালুরুতে পদদলিত হয়ে নিহত ১১, শচিনের শোক

বেঙ্গালুরুতে পদদলিত হয়ে নিহত ১১, শচিনের শোক বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া পদদলনের ঘটনাকে ‘মর্মান্তিকের চেয়েও বেশি’ বলে উল্লেখ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। এই হৃদয়বিদারক ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩৩ জন। ঘটনাটি ঘটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইতিহাসের প্রথম আইপিএল শিরোপা জয়ের উদযাপনের সময়, যা মুহূর্তেই পরিণত হয় এক ভয়াবহ বিপর্যয়ে। এই ব্যাপারে এক্সে দেওয়া এক পোস্টে টেন্ডুলকার লিখেছেন, ‘বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে, তা মর্মান্তিকের চেয়েও বেশি। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। সবাই যেন শান্তি পায় এবং ধৈর্যধারণ করতে পারে। ’ এই ঘটনার জন্য স্টেডিয়ামের ধারণক্ষমতাকে দায়ী করে রাজ্যের একজন মন্ত্রী জানান, ‘স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ৩৫,০০০ হলেও, সেখানে উপস্থিত হয়েছিল প্রায় ২ থেকে ৩ লাখ মানুষ। ’ এই কারণে বিজয় উদযাপনের অংশ হিসেবে পরিকল্পিত রোড প্যারেড বাতিল করা হয়, কারণ প্রশাসনের ধারণা ছিল জনতার ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা জয়োল্লাসের আনন্দকেও মুছে দিয়েছে। ’ তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আরও বলেন, ‘আমি এই ঘটনা নিয়ে কোনোরকম রাজনীতি করতে চাই না। এই দুঃখজনক ঘটনার দায় এড়াতে চাই না। আমরা ভিক্টিমদের পাশে আছি। ’

শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক

শান্তই থাকছেন টেস্ট দলের অধিনায়ক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন আগের অধিনায়কই। ২০২৫-২০২৭ চক্রে শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাওয়া বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আগের মতো সহ-অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের জন্যই এই দুজনের নেতৃত্বে আস্থা রাখার কথা জানিয়েছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক এবাদত হোসেন চৌধুরির ফেরা। দীর্ঘ প্রায় দুই বছর পায়ের চোটে মাঠের বাইরে ছিলেন এই পেসার। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে চোট পাওয়ার পর তাকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর দীর্ঘ পুনর্বাসন শেষে ঘরোয়া ক্রিকেট দিয়ে ফেরেন। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলার পর জাতীয় দলে ফিরলেন এবাদত। তাকে ঘিরেই পেস আক্রমণ সাজানো হয়েছে। দলে তার সঙ্গে আরও আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ। দলে জায়গা ফিরে পেয়েছেন লিটন কুমার দাসও। পাকিস্তান সুপার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে ছিলেন না। সেই সিরিজে অংশ নিয়ে পরে চলে যাওয়া নাহিদ রানাও দলে ফিরেছেন। দলে আছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, যিনি এখনো অভিষেকের অপেক্ষায় আছেন। এই স্পিনারের সঙ্গে স্পিন বিভাগে আরও থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। অন্যদিকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। জয় ব্যাট হাতে দীর্ঘদিন রান খরায় ভুগছেন। ২০২৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রান করলেও এরপর ১৭ ইনিংসে আর ফিফটির দেখা পাননি। তানজিম সাকিব অভিষেক ম্যাচে ৪১ রান করলেও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ, ফলে এবার বাদ পড়েছেন। বাঁহাতি স্পিনার তানভির ইসলামও কোনো ম্যাচ না খেলেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন। আগামী ১৩ জুন শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

‘আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আইপিএল জেতা অবিশ্বাস্য অনুভূতি’

‘আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে, আইপিএল জেতা অবিশ্বাস্য অনুভূতি’ অযুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়ে, নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে, সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়েও অরাধ্য শিরোপা পাওয়া হচ্ছিল না। তিন তিনবার খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরে আসতে হয়েছিল।  শৈশবে যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল কৈশোরে তা পূরণ হতে হতেও হয়নি। অবশেষে যৌবনে দেখা মিলল সাফল্য চূড়া। বিরাট কোহলি পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও পেল শিরোপার স্বাদ। বেঙ্গালুরু ও বিরাট মুদ্রার এপিঠ-ওপিঠ। ২০০৮ সাল থেকে সমান্তরাল পথে চলছে দুজনের মিশন। গন্তব্য একটাই, আইপিএল শিরোপা। আগের ১৭ আসরে হয়নি। ১৮ বসন্তে মিলল দেখা। তাইতো ম্যাচ শেষে হওয়ার আগেই বিরাটের চোখে জল। শেষ হতে হতে নিজেকে আটকে রাখতে পারেন না। আবেগে ভাসলেন। কাঁদলেন। অনুভূতি প্রকাশ করলেন এই শিরোপার ওজনটা আসলেও কত বড় তার কাছে। ম্যাথু হেডেনকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরাট বলেছেন, ‘‘এ জয় দলের জন্য যতটা, সমর্থকদের জন্য ততটাই। দীর্ঘ ১৮ বছর কেটে গেল। এই দলকে আমি নিজের যৌবন, নিজের সেরা সময় ও অভিজ্ঞতা বিলিয়ে দিয়েছি। প্রতি মৌসুমে এটা (আইপিএল ট্রফি) জেতার চেষ্টা করেছি, নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছি। এ মুহূর্তের দেখা পাওয়া আমার কাছে অবিশ্বাস্য অনুভূতি।’’ ‘‘এই দিনটির দেখা পাব কখনো ভাবিনি। শেষ বলটি হওয়ার পরই আবেগ ভর করেছে। এটা আমার কাছে অনেক কিছু। দলটির জন্য আমি নিজের প্রতি আউন্স শক্তির সঞ্চার করেছি। শেষ পর্যন্ত এটা জিততে পারা অসাধারণ ব্যাপার।’’ – বলতে থাকেন বিরাট। বেঙ্গালুরু তার কাছে শুধু একটি দল কিংবা ফ্রাঞ্চাইজি নয়। এই দলটা তার হৃদয়ের খুব কাছে। চরম উত্থান-পতনের পরও হাল ছাড়েনি কেউ। নতুন করে লড়াই করেছে। দলছুট হননি কেউ।  শিরোপা অর্জনের মঞ্চে আরো একবার বেঙ্গালুরুকে নিয়ে ভাবনা প্রকাশ করেছেন বিরাট, ‘‘১৮ বছর ধরে নিজের সবকিছু নিংড়ে দিয়েছি। এই দলটির প্রতি অনুগত থেকেছি। এমন কিছু মুহূর্ত এসেছে, যখন অন্য কিছুও ভেবেছি। তবু এই দলের সঙ্গে থেকেছি, আমি তাদের পাশে দাঁড়িয়েছি, তারা আমার পাশে দাঁড়িয়েছে। সব সময় তাদের হয়েই এটা (আইপিএল) জেতার স্বপ্ন দেখেছি।’’ ‘‘অন্য কারও হয়ে জেতার চেয়ে এটা বিশেষ কিছু। কারণ, আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে। যেটা বলেছি, এই দলটির হয়ে আমি আইপিএলে নিজের শেষ দিন পর্যন্ত খেলব। এই মুহূর্তটি (আইপিএল জয়) ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি।’’

পরাজয়ের পর প্রীতির চোখে জল, ভক্তদের প্রশংসা

পরাজয়ের পর প্রীতির চোখে জল, ভক্তদের প্রশংসা গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। দুটো দলেরই অদম্য চাওয়া ছিল বিজয়ের। কিন্তু দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি ও তার দল। ব্যর্থতার বেদনা প্রীতির চোখে জল এনে দিলেও নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চূড়ান্ত আসরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাঞ্জাব কিংসের পরাজয়ের পর প্রীতি জিনতা স্ট্যান্ড থেকে নেমে যান মাঠে। বিষণ্ন মন নিয়েও তার দলের খেলোয়াড়দের সামলাতে দেখা যায়। এ সময় নিজেকে শান্ত রাখলেও, তার চেহারায় বেদনার ছাপ স্পষ্ট ছিল এবং তার চোখের জল কারো নজর এড়ায়নি। প্রীতি জিনতা ও তার দল ১৮ বছর ধরে জয়ের অপেক্ষায় ছিলেন। পরাজয়ের পর প্রীতি জিনতার আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মাইক্রোব্লগিং সাইট এক্সে একজন লেখেন, “প্রীতি জিনতার চোখে জল, এটাই স্বাভাবিক। আবারো তার হৃদয় ভেঙেছে। ২০১৪ সালেও একই দৃশ্য দেখেছিলাম।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। ২০০৮ সালে পাঞ্জাব কিংসের সহ-মালিকানা নেন প্রীতি জিনতা। তারপর থেকে আইপিএলের সঙ্গে তার অবিচ্ছেদ্য অংশ। দলের প্রতি তার আন্তরিক সমর্থন, নিয়মিত স্টেডিয়ামে উপস্থিত থাকা, খেলোয়াড়দের সঙ্গে আবেগঘনভাবে সম্পৃক্ত হওয়া প্রীতিকে আলাদা করেছে। রুপালি পর্দায় প্রীতি জিনতাকে দীর্ঘ দিন দেখা যায়নি। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এরপর বড় পর্দায় তার দেখা মেলেনি। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন প্রীতি। গত ২১ মে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু তা পিছিয়েছে।

আজ রাতে ফাইনাল, নতুন চ্যাম্পিয়ন দল আইপিএলে

আজ রাতে ফাইনাল, নতুন চ্যাম্পিয়ন দল আইপিএলে আইপিএলের ট্রফিতে সাতটি দলের নাম লিখা আছে। আজ যারা আইপিএলের ফাইনালে খেলবে তাদের নাম নেই সেই ট্রফিতে। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নতুন একটি চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে। আজ রাতেই হবে সেই অপেক্ষার সমাপ্তি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। পৃথক চারটি আসরে দুই দল ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা ছোঁয়া হয়নি কারো। এবার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান আলাদা, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা

নারী বিশ্বকাপেও ভারত-পাকিস্তান আলাদা, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা চলতি বছর সেপ্টেম্বর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ক্রিকেট বিশ্বকাপ। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে এবারের আসরেও। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতের আপত্তির পর আইসিসির পক্ষ থেকে দুই দেশের ম্যাচগুলোর ক্ষেত্রে নিরপক্ষে ভেন্যু বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়। যে কারণে নারী বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে শ্রীলঙ্কা। এশিয়ার এই দ্বীপদেশের রাজধানী কলম্বো এবার হোস্ট করবে পাকিস্তানের ৭টি গ্রুপ পর্বের ম্যাচ, যার মধ্যে ভারতের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষেও খেলার সম্ভাবনা রয়েছে এখানে। যদি পাকিস্তান সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে, তাহলে সেগুলিও হবে কলম্বোতেই। অন্যদিকে ভারতের ম্যাচগুলো হবে দেশের ভেতরে-বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম শহরে। পুরো আট দলের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করা হয়নি।