আজকের বিপিএল টি-টোয়েন্টি ম্যাচ বাতিল

আজকের বিপিএল টি-টোয়েন্টি ম্যাচ বাতিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজকের নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ম‌্যাচ বাতিল করার সিদ্ধান্তও হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিএনপি জানায়, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পর তার ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে বিপিএলের ম্যাচ দুটি বাতিলের কথা জানায় বিসিবি। বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়‌্যালস এবং ঢাকা ক‌্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম‌্যাচ বাতিল করা হয়েছে এবং পুনঃসূচি নির্ধারণ করা হবে। এর আগে গভীর শোক প্রকাশ করে বিসিবি। জানায়, এই দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার নিরন্তর আশীর্বাদ এবং শুভাকাঙ্ক্ষা স্মরণ করছে বিসিবি। বিসিবি যোগ করে, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহায়তা প্রদান করেছেন, ক্রিকেট অবকাঠামোর উন্নতি এবং দেশব্যাপী খেলাধুলার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার দূরদৃষ্টি এবং উৎসাহে ক্রিকেটের অগ্রগতি অর্জন করেছে এবং সামনে এগিয়ে যেতে প্রশস্ত পথ তৈরি করেছে।’’ ‘‘এই বিরাট ক্ষতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখিত এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চির শান্তির জন্য আমাদের প্রার্থনা।’’

পিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ওয়াসিম আকরাম

পিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ওয়াসিম আকরাম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লিগের ব্র্যান্ড শক্তিশালী করা এবং দর্শক সম্পৃক্ততা বাড়ানোর কৌশলগত উদ্যোগ হিসেবেই দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৮ ডিসেম্বর) লাহারে এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ওয়াসিম আকরামের নাম ঘোষণা করেন। তিনি জানান, পিএসএল এবং পিএসএল ব্র্যান্ডের জন্য সবচেয়ে ভালো বিষয় হলো, ওয়াসিম আকরামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী পহেলা জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও বলেন, শুধু তাই নয়, তিনি নিলামের গুরুত্বপূর্ণ দিকগুলোও সংগঠিত করছেন। নিলামে একজন আন্তর্জাতিক নিলাম পরিচালনাকারী থাকবেন এবং ওয়াসিম আকরামও সক্রিয়ভাবে এতে যুক্ত থাকবেন। সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম দীর্ঘদিন ধরেই পিএসএলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ২০১৮ সালের শেষ দিক থেকে তিনি করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রয়োজনে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন। বিশেষ করে  ২০২০ সালে প্রধান কোচ ডিন জোন্সের মর্মান্তিক মৃত্যুর পর করাচি কিংসকে তাদের প্রথম পিএসএল শিরোপা জিততে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদিকে, লিগ সম্প্রসারণের পরিকল্পনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পিসিবি। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) বোর্ড জানায়, দুটি নতুন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহী পক্ষগুলোর জমা দেওয়া প্রস্তাবের কারিগরি মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করেছে তাদের বিড কমিটি। পাঁচটি মহাদেশ থেকে মোট ১২টি প্রস্তাব জমা পড়ে। তিন দিনব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া শেষে ১০ জন দরদাতাকে কারিগরি মানদণ্ডে উত্তীর্ণ হিসেবে শর্টলিস্ট করা হয়, যারা পরবর্তী ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। পিসিবি এক বিবৃতিতে জানায়, দুটি নতুন এইচবিএল পিএসএল ফ্র্যাঞ্চাইজি দলের বিক্রির জন্য জমা দেওয়া প্রস্তাবগুলোর কারিগরি মূল্যায়ন পিসিবি বিড কমিটি সফলভাবে সম্পন্ন করেছে। শর্টলিস্ট করা দরদাতারা আগামী ৮ জানুয়ারি ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য নিলামে অংশ নেবেন। সেখানে তারা ছয়টি শর্টলিস্ট করা শহরের মধ্য থেকে ফ্র্যাঞ্চাইজির নাম বেছে নেওয়ার সুযোগ পাবেন। শহরগুলো হলো—হায়দরাবাদ, মুজাফফরাবাদ, শিয়ালকোট, ফয়সালাবাদ, গিলগিট ও রাওয়ালপিন্ডি। উল্লেখ্য, পিএসএল ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে যাত্রা শুরু করে এবং ২০১৮ সালে তা ছয় দলে উন্নীত হয়। আগামী বছর ১১তম আসরে আরও দুটি নতুন দল যুক্ত হওয়ার মাধ্যমে লিগটি আরও বড় পরিসরে বিস্তৃত হতে যাচ্ছে।

বিশাল জয়ে শুরু বিপিএল রংপুর রাইডার্সের

বিশাল জয়ে শুরু বিপিএল রংপুর রাইডার্সের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে রংপুর রাইডার্স। আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানে অলআউট হয়। নাইম শেখের ২০ বলে ৩৯ রানের ইনিংস শেষে আর কেউ দাঁড়াতে পারেননি। চট্টগ্রামকে গুটিয়ে দেওয়ার মূল কাজটা করেন রংপুরের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। ১৭ রান খরচায় তিনি নেন ৫ উইকেট। লক্ষ্য তাড়ায় রংপুরের ওপেনার লিটন দাস ও ডেভিড মালান দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। লিটন ৩১ বলে ৪৭ রান করে আউট হন, ডেভিড মালান ৫১ রান করে ফিরেন। নুরুল হাসান সোহানের দল মাত্র ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূর্ণ করে।

শেষ বলের নাটকীয়তায় সিলেটের জয়, রানার হ্যাটট্রিকেও থামল না টাইটান্স

শেষ বলের নাটকীয়তায় সিলেটের জয়, রানার হ্যাটট্রিকেও থামল না টাইটান্স ঘরের মাঠে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে উঠতে নাটকীয় এক জয় পেল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে এক রানের ব্যবধানে জয় তুলে নেয় তারা। মেহেদী হাসান রানার হ্যাটট্রিকসহ চার উইকেটের ঝলক থাকলেও শেষ হাসি হাসতে পারেনি নোয়াখালী। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট।  মাত্র ৩৪ রানেই তিন ওপেনারকে হারায় তারা। শূন্য রানে সাইম আইয়ুব, ১৩ রানে জাকির হাসান ও ৯ রানে রনি তালুকদার ফিরে যান। দুই ওপেনারকে আউট করেন হাসান মাহমুদ, অন্য উইকেটটি নেন রানা। চাপের মুহূর্তে ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে গড়ে তোলেন ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। এর মধ্যেই ৩৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ইমন। তবে ব্যক্তিগত ৬০ রানে জহির খানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর দ্রুতই ফেরেন আফিফ হোসেন ধ্রুব। রেজাউর রহমান রাজার বলে ক্যাচ নেন হাসান। একপ্রান্তে লড়াই চালানো মিরাজও শেষ দিকে রানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন (৩৭ বলে ৩৩)। ম্যাচে বড় মোড় আসে রানার শেষ ওভারে। প্রথমে নাসুম আহমেদকে এলবিডব্লিউ, পরের বলে খালেদ আহমেদকে ক্যাচ দিয়ে পূর্ণ হয় বিপিএলের প্রথম হ্যাটট্রিক। তাতে আবারও ম্যাচে ফিরে নোয়াখালী। শেষ দিকে ১৩ বলে ১৬ রান করে আশা জাগান ইথান ব্রুক। তবে রান নিতে গিয়ে রানআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় শেষ বলে এক রান। সেই সময় সাব্বির হোসেনের ওয়াইডে ম্যাচ টাই হয়ে যায়। শেষ বলটিতে এক রান নিয়ে সিলেটকে জয় এনে দেন সালমান ইরশাদ। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নোয়াখালী। মাত্র ৯ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। প্রথম বলেই মাজ সাদাকাত আউট হন, এরপর খালেদ আহমেদের জোড়া আঘাতে ফেরেন হাবিবুর রহমান সোহান ও হায়দার আলী। চাপ সামলান অধিনায়ক সৈকত আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের ৩২ রানের জুটি ভাঙে সৈকতের ২৪ রানে আউট হওয়ার মাধ্যমে। এরপর সাব্বির হোসেনের সঙ্গে ২৯ রান যোগ করেন অঙ্কন। সাব্বির ১৫ রান করে ফিরলে জাকের আলীর সঙ্গে বড় জুটি গড়েন তিনি। জাকের ১৭ বলে ২৯ রানের ক্যামিও খেললেও শেষ পর্যন্ত ইনিংস ধরে রাখেন অঙ্কন। ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে ছিল তিন ছক্কা ও একটি চার। নোয়াখালী থামে ১৪৩ রানে। সিলেটের হয়ে খালেদ আহমেদ একাই নেন চার উইকেট। দুটি উইকেট নেন সাইম আইয়ুব, আর একটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা। শেষ বলের উত্তেজনায় ভর করে বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নেয় সিলেট টাইটান্স।

অনুশীলনে মাথায় আঘাত, হাসপাতালে শরিফুল

অনুশীলনে মাথায় আঘাত, হাসপাতালে শরিফুল বিপিএলের প্রস্তুতির সময় অনুশীলনে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে শরিফুলের মাথার এক পাশে আঘাত লাগে। সাম্প্রতিক কয়েকদিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন এই পেসার। ফলে বাড়তি ঝুঁকি না নিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম রয়্যালসের আগামীকাল ম্যাচ থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে টিম ম্যানেজমেন্ট। তাই বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে। চোটের অবস্থা জানতে চাইলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, আঘাত খুব গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, তাই নিশ্চিত হতে সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই শরিফুলের অবস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল

প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল পড়শু দিনও অনুশীলনে হাসি-আড্ডা ছিল, সেই মানুষটাই আজ নেই। বিশ্বাস করতে পারছেন না জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। প্রিয় অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ তিনি। আজ (শনিবার) বিপিএলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। তাৎক্ষণিক তাকে সিপিআর দেওয়া হয়। তাতে সাড়াও দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। অনূর্ধ্ব-১৯ থেকে এই কোচের সঙ্গে কত সময় কেটেছে। কতকিছু শিখেছেন, সেই কোচ আর নেই; মানতে পারছেন না শরিফুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শরিফুল লিখেছেন- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না-আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়-প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’

ইমাদ-নাসিরের ঘূর্ণিতে ১৩২ রানে আটকা রাজশাহী

ইমাদ-নাসিরের ঘূর্ণিতে ১৩২ রানে আটকা রাজশাহী রাজশাহী ওয়ারিয়র্সকে অল্প রানেই আটকে দিলেন ঢাকা ক্যাপিটালসের ইমাদ ওয়াসিম-নাসির হোসেনরা। নির্ধারিত ২০ ওভারে টেনেটুনে ৮ উইকেটে ১৩২ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। অর্থাৎ জিততে হলে ঢাকাকে করতে হবে ১৩৩। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন স্বদেশি ইমাদ ওয়াসিমের বলে। ১৫ বলে ২০ করে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। তাকে তুলে নেন নাসির হোসেন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানে ৫ উইকেট। এক নাজমুল হোসেন শান্ত (২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭) ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪, এসএম মেহরুব করেন ০। শেষদিকে ২৬ বলে অপরাজিত ২৬ রান করে রাজশাহীকে ১৩২ পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ নওয়াজ। ঢাকার ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৩২ রানে ২ উইকেট শিকার নাসির হোসেনের।

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।  ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা। যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি।  বিপিএলকে সামনে রেখে মাত্র দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। বেশ সাবলীলভাবেই কথা বলছিলেন দলের ভাবনা নিয়ে। যথারীতি ঢাকার প্রথম ম্যাচের আগেও শিষ্যদের নিয়ে কাজ করছিলেন। অবশ্য ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, অ্যাম্বুলেন্সেও শ্বাস-প্রশ্বাস সচল ছিল জাকির। তবে হাসপাতালে যাওয়ার পর আর তার পালস পাওয়া যায়নি। চিকিৎসকরাতৎক্ষণাৎ তাকে মৃত ঘোষণা করেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড সোনামের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড সোনামের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একজনের সাত উইকেট নেওয়ার কীর্তি হয়েছে দুইবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ও এই বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ সাত ব্যাটারকে ফেরান, তারা যথাক্রমে ৮ ও ১৯ রান দেন। এবার তাদের ছাপিয়ে গেলেন ভুটানের সোনাম ইয়েশে। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার ৮ উইকেট নিয়েছেন, মাত্র ৭ রান দিয়ে। আজ  গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতেক ফিল্ডিং নেয় মায়ানমার। ভুটান নামগাং চেজায়ের ৫০ রানে ৯ উইকেটে ১২৭ রান করে। ১২৮ রানের লক্ষ্য দিয়ে ভুটান ৪৫ রানে অলআউট করে মায়ানমারকে। তৃতীয় ওভারে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম। বাঁহাতি স্পিনার তার দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নেন। শেষ দুই ওভারে তার জোড়া আঘাত। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দেন সোনাম। মায়ানমারের পক্ষে দুই ওপেনার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৮২ রানের জয়ে ৩-০ তে এগিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ভুটান।

শান্তর ঝড়ো সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে রাজশাহী জয়

শান্তর ঝড়ো সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে রাজশাহী জয় নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল ধীরগতির। প্রথম আট বলে করেন মাত্র দুই রান। তবে ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে নিজের ইনিংসে গতি আনেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিসে ডাবলস নিয়ে পূর্ণ করেন ঝোড়ো সেঞ্চুরি। অন্য প্রান্তে মুশফিকুর রহিম ছিলেন চেনা ছন্দে। শান্ত ও মুশফিকের শতরানের জুটিতে দুই বল হাতে রেখেই ৮ উইকেটে সিলেট টাইটান্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শান্ত ৬০ বলে ১০১ রান এবং মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুজনে মিলে ৭১ বলে করেন ১৩০ রান। রাজশাহী ১৯ দশমিক ৪ ওভারে ২ উইকেটে তুলে নেয় ১৯২ রান। এর আগে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৯০ রান তোলে সিলেট টাইটান্স। পাওয়ার প্লেতে সাইম আইয়ুব আউট হওয়ার আগে দারুণ শুরু করেন। পঞ্চম ওভারে ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করে থামেন এই পাকিস্তানি ওপেনার। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই ২০ রান করে আউট হন। ওপেনার রনি তালুকদার এই আফগান ব্যাটারের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। পরে ক্রিজে নামেন পারভেজ হোসেন ইমন। ওই জুটিতে আসে ২৫ বলে ৩৬ রান। আফিফ হোসেনকে নিয়ে এরপর স্বরূপে ফেরেন ইমন। ইনিংসের এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ফিফটি। আফিফ ১৯ বলে ৩৩ রান করে আউট হলেও ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানে অপরাজিত ছিলেন। রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।