ভোলাহাটে পানির নিচে তলিয়ে গেছে ফসলি জমি : বেহাল অবস্থা রাস্তা-ঘাটের

504

ভোলাহাটে পানির নিচে তলিয়ে গেছে ফসলি জমি এবং বেহাল হয়ে পড়েছে রাস্তা-ঘাট ভেঙ্গে পড়েছে কালভার্ট বন্ধ হয়ে গেছে যাতায়াত। আম বাগানসহ বিভিন্ন জমিতে জমে গেছে হাঁটু বরাবর পানি। অবিরাম বৃষ্টিতে বিলচাতরা, শৈগাড়ী, বিলভাতিয়াসহ বিভিন্ন স্থানের হাজার হাজার বিঘা ধান পানির নিচে তলিয়ে গেছে। পয়ঃনিস্কাশনের পর্যাপ্ত সুবিধা না থাকায় ধীরে ধীরে বের হচ্ছে পানি। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, শনিবার সর্বোচ্চ ৭০ মিলি মিটার বৃষ্টির পানি রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, পানির নিচে তলিয়ে থাকা ফসল লক্ষ্যমাত্রা অর্জনে কোন ক্ষতি হবে না। কৃষক তাদের ফসল স্বাভাবিক ভাবেই ঘরে তুলতে পারবে বলেও জানান তিনি। এদিকে বেহাল হয়ে পড়েছে ভোলাহাট-রহনপুর সড়ক ও জনপথ বিভাগসহ এলজিইডি ও স্থানীয় সরকারের সবগুলো রাস্তা। রাস্তাগুলোর জায়গা বিশেষে গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারিদের। অপরদিকে মেডিকেল মোড় হতে মুন্সিগঞ্জ মহানন্দা নদীর রাস্তার মুন্সিগঞ্জ হাটের পাশে এলজিইডি’র ২০ বছর পূর্বে তৈরী করা কালভার্টটি নিচে দেবে গিয়ে রাস্তাটিতে মানুষের চলাচল বন্ধ হয়ে পড়েছে। দ্রুত বর্ষা পরবর্তী উল্লেখিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী করেছেন এলাকাবাসি।