২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন প্রকাশ

45

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা। আগামী ৩০ জুন বাংলা আবশ্যিক প্রথমপত্র দিয়ে এই শুরু হবে এ পরীক্ষা। আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই ৩ বিভাগের শিক্ষার্থীদের এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৪ আগস্ট পর্যন্ত। নির্ধারিত দিনগুলোতে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বরে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় বিষয়ভেদে প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি এবং পরবর্তী আড়াই ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কার্যক্রম চলবে বিরতিহীনভাবে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ২১ আগস্ট।