১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা

355

২০১৭ সালে মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পেতে যাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। সোমবার রাজধানীর মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন গুণী ব্যক্তি, তিনটি প্রতিষ্ঠান এবং একটি গ্রামকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৭ সম্মাননা পাওয়াদের নাম ঘোষণা করেন ব্যাংকটির চেয়ারম্যান শহীদুল আহসান। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমানসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনীত গুণীজনরা হলেন- মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিক্তিক গবেষণায় মফিদুল হক, বাংলা ভাষা ও সাহিত্যে কবি আসাদ চৌধুরী, শিক্ষায় ড. সৈয়দ আনোয়ার হোসেন, চিকিৎসায় ডা. সামান্ত লাল সেন, সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী, অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যে সালাউদ্দিন আলমগীর (সিআইপি)।
মনোনীত প্রতিষ্ঠানগুলো হল- সাংস্কৃতিতে ছায়ানট, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং সমাজ বির্নিমাণে সূচনা ফাউন্ডেশন। এছাড়া ক্রীড়ায় মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পাচ্ছে কলসিন্দুর গ্রাম (ফুটবল)। সম্মাননা হিসেবে প্রত্যেক গুণীজনদের দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণের মেডেল এবং ক্রেস্ট দেওয়া হবে।