সিআইপি কার্ড পেলেন ১৩৭ রপ্তানিকারক

439

পণ্য রপ্তানিতে অবদান রাখায় ১৩৭ ব্যবসায়ী বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে কার্ড পেয়েছেন। এ ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ৪১ পরিচালকও পেয়েছেন সিআইপি মর্যাদা। দুই ধরনের সিআইপি মিলিয়ে ২০১৬ সালের জন্য মোট ১৭৮ জনের হাতে গতকাল মঙ্গলবার সিআইপি কার্ড তুলে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই সিআইপি কার্ড দিয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘১৯৭২ সালে মাত্র ৩৮ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি দিয়ে আমাদের যাত্রা শুরু। গত অর্থবছর আমাদের পণ্য রপ্তানি হয়েছে ৩ হাজার ৯০০ কোটি ডলারের। ২০২১ সালেস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রপ্তানি আয় ৬ হাজার কোটি ডলারে দাঁড়াবে। ২০৩০ সালে সেটি হবে ১০ হাজার কোটি ডলার। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’ চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাণিজ্যযুক্ত চাই না। কিন্তু চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে আমরা বেশ উপকৃত হয়েছি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি ৬০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।’ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘গ্যাসের চাপ কমে গেলে কী ক্ষতি হয়, সেটি আমাদের নিয়ন্ত্রক সংস্থার অনেক কর্তাব্যক্তিই জানেন না। অনেক অসম্ভবকে সম্ভব করেই আমাদের উদ্যোক্তারা ব্যবসা করেন।’ ব্যবসায়ীরা মানসম্মত গ্যাস-বিদ্যুৎ চান বলেও মন্তব্য করেন তিনি। এফবিসিসিআইয়ে নতুন করে মনোনীত পরিচালক না দেওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, ‘পরিচালকদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। আমরা বসার জায়গা দিতে পারি না। পূর্বাচলে এফবিসিসিআইকে একটি প্লট দেওয়া হয়েছে। সেখানে ভবন না হওয়া পর্যন্ত নতুন করে আর মনোনীত পরিচালক দেবেন না।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব মফিজুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, সিআইপি কার্ড পাওয়া ব্যবসায়ী আজিজুল ইসলাম, মনোয়ারা হাকিম আলী। সিআইপি (রপ্তানি) কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস, ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান; রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা পাওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ সুবিধা পাবেন। এ ছাড়া তাঁদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কার্ডের মেয়াদ এক বছর হলেও পরবর্তী সময়ের সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁরা এ সুবিধা পাবেন।