১০ এপ্রিল মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে

125

আগামী ১০ এপ্রিল মধ্যপ্রাচ্যে উদযাপিত হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ১০ এপ্রিল শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন হতে পারে। সে হিসেবে এবার ৩০টি রোজা হতে পারে। ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা কৃতজ্ঞতা, নতুনত্ব ও ঐক্যের প্রতীক। ঈদের দিন সকালে মুসলমানরা বিশেষ নামাজের জন্য জড়ো হন, যা ঈদের নামাজ নামে পরিচিত। মসজিদ, উন্মুক্ত স্থান অথবা বড় কোনও জায়গায় এই নামাজ আদায় করা হয়। মধ্যপ্রাচ্যে ১০ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। তাই এই অঞ্চলে ১১ মার্চ ছিল রমজানের প্রথম দিন।