হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

147

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উদ্বোধনী দিনে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ৩৩৮ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, পাবনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা একরাম, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষিত হও। মানুষের মতো মানুষ হবার চেষ্টা কর। বাল্যবিয়ে কখনই করবা না। তিনি আরো বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় তারা মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট। মোবাইলে ফেসবুক, ইমো, ইউটিউব এসব নিয়ে ব্যস্ত থাকলে পড়াশোনা ভালো হবে না। তাই মোবাইল ফোন ব্যবহার করা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, মাদক থেকে সকলকেই দূরে থাকতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। নিজেদের মানবতা আর শিক্ষা দিয়ে স্কুলের মর্যাদা রক্ষা করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন শিক্ষার্থীদের জন্য। তাই শুধুমাত্র পাস করলেই হবে না, ভালো রেজাল্টও করতে হবে। সৎ হতে হবে। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি মাদকের প্রসঙ্গে বলেন, তোমাদের বাড়িতে বাবা-ভাই বা অন্য আত্মীয়রা যদি মাদকাসক্ত হন তাহলে তাদেরকে মাদকের কুফল সম্পর্কে বোঝাতে হবে।