সোনামসজিদ স্থলবন্দরে ৬ ঘন্টা পর পাথর ছাড়া অন্যান্য পন্য আমদানি-রপ্তানি শুরু

340

৬ ঘন্টা বিরতির পর আজ বেলা সাড়ে ৩টা থেকে আবারো সোনামসজিদ স্থল বন্দর দিয়ে পাথর ছাড়া অন্যান্য সকল পন্য রপ্তানী শুরু করেছে ভারতের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। এর আগে রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও মহদীপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারকদের পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার সমস্যা সমাধান না হওয়ায় সকাল থেকে মহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করে মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। ফলে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে কোন ধরণের পণ্য বোঝাই ট্রাক প্রবেশ করেনি। এ ব্যাপারে ভারতীয় মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী নিক্ষিল চন্দ্র ঘোষ সহ ভারতীয় সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দর সি এ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ জানান, মোহদীপুর বন্দরে আকশ্মিক ধর্মঘট ডাকার ফলে বিভিন্ন কাচামাল নিয়ে বিপাকে পড়ে তারা। অনেকে এ ঘটনাকে অনাকাঙ্খিত মনে করে পাথর ছাড়া অন্যান্য পন্য রপ্তানীর পক্ষে মত দিলে ভারতীয় ব্যবসায়ীরা বিকেল সাড়ে ৩টা থেকে পুনুরায় রপ্তানী শুরু করেন।