সোনামসজিদ মহাসড়ক নিরাপদ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

208

দূর্ঘটনাপ্রবণ ও ব্যস্ততম সোনামসজিদ মহাসড়কে দূর্ঘটনা হ্রাসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের ডা.আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) ষ্টেডিয়াম থেকে শান্তিমোড় এলাকা পর্যন্ত অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে অবৈধ স্থাপনা তৈরী ও সড়ক পার্শ্বে অবৈধভাবে মালামাল রাখার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সাথে অভিযানে বেশ কিছু প্রতিষ্ঠানকে তাদের স্থাপনা ও মালামাল দ্রুত সরিয়ে নিতে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ কমিটি প্রধান কাউন্সিলর মইদুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সড়ক পাশের এসব স্থাপনা ও মালামাল রাখায় পথ চলাচলে অসুবিধের অভিযোগ রয়েছে এলাকাবাসীর।