নাচোলে অটোরিক্সাভ্যান চুরি, আন্ত:জেলা চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

200

নাচোল উপজেলার রাজবাড়ী কলেজের সামনে থেকে শারীরিক প্রতিবন্ধী যুবক আব্দুর রহিমের আয়ের একমাত্র উপায় একটি ব্যাটারীচালিত অটোরিক্সাভ্যান গত ২৮ এপ্রিল চুরি হয়। অজ্ঞাতনামা চোরচক্র রহিমকে চেতনানাশক পান করিয়ে অভিনব কায়দায় ভ্যানটি চুরি করে। এঘটনায় নাচোলের দোগাছী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রহিম নাচোল থানায় মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ জানায়,অভিযানের এক পর্যায়ে গতকাল রাত দেড়টায় নাচোলের নেজামপুর বাজার হতে আন্ত:জেলা গাড়ি চোরচক্রের সদস্য যশোরের কোতোয়ালী থানার শংকরপুর এলাকার নুর মোহম্মদ গাজীর ছেলে বাপ্পী গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। সে বর্তমানে রাজশাহীর তানোর উপজেলার তানোরপাড়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে রাতব্যাপী অভিযান চালিয়ে আজ ভোরে রাজশাহীর মোহনপুর থানার আমলাইন গ্রাম থেকে উদ্ধার করা হয় প্রতিবন্ধী রহিমের ভ্যানটি। আজ বিকালে নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এঘটনায় জড়িত চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার বাপ্পী গাজীকে আদালতে পাঠানো হয়েছে।