গোমস্তাপুরে উন্নত চুলা (লাক্সার কুক স্টোভ) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

238

গোমস্তাপুরে জলবায়ু পরিবর্তনে উন্নত চুলা (লাক্সার কুক স্টোভ) এর উপর দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চেতনা পল্লীউন্নয়ন সংস্থা (সিপিইউএস) আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। চেতনা পল্লী উন্নয়ন সংস্থা (সিপিইউএস) এর পরিচালক আব্দুল বাশিরের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন লাক্সারের অর্থ পরিচালক মাইনুল ইসলাম,রাজশাহী বিভাগীয় উপদেষ্টা ড. আফজাল হোসেন, রাজশাহী বিভাগীয় ইনচার্জ ইব্রাহিম আলী, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মামুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইনচার্জ আমিরুল ইসলাম ও প্রোজেক্ট ম্যানেজার রবিউল ইসলাম। কর্মশালায় মোট শতাধিকের উপর প্রশিক্ষাণার্থী অংশ গ্রহণ করে। প্রঙ্গগতঃ এ চুলা ৭০% জ্বালানী সাশ্রয়,৫০% সময় কম লাগে, যেকোন শক্ত কাঠখড়ি চারকল (জ্বালানী), প্যালেট (নবায়নযোগ্য জ্বালানী) ব্যবহার করা যায়।