সুন্দরপুর ইউনিয়নে ৪০জন নারীদের মাঝে ছাগল বিতরণ

165

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ইসলামপুর নতুন হাট এলাকার ৪০জন নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নতুনহাটে  অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২৩ এ তাদের হাতে ১টি করে ছাগল প্রদান তুলে দেয়া হয়। অনুষ্ঠানে  প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাণীসম্প্রদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, এই বছর আমাদের চাঁপাইনবাবগঞ্জে ১লক্ষ ৬ হাজার ছাগল কুরবানি হয়েছে এবং এখান থেকে অন্তত আরো ১৫ থেকে ২০হাজার ছাগল দেশের বিভিন্ন স্থানে গেছে। এটা কিন্তু বিরাট অর্জন আমাদের। এজন্য ছাগল পালনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। সেই সাথে প্রতি ৩ মাস পরপর এই এলাকায় গবাদিপশুর চিকিৎসা ক্যাম্প করা হবে বলেও জানান তিনি। এসময় সমার্থ অনুযায়ী ছাগল পালনের জন্য সবাইকে পরামর্শ দেন।

সভাপতির সমাপনী বক্তব্যে প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, আমরা সবার পাশে দাড়াতে পারছি সেটা বলছিনা। আমরা (প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি) গ্রাম পর্যায়ের বা শহরের একেবারে দরিদ্র, অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। প্রয়াসের যে সমার্থ রয়েছে সেটা নিয়ে। এইযে নতুন হাট, ইসলামপুর এই অঞ্চলের মানুষের পাশে দাড়ানোর জন্য যেমন ক্ষুদ্রঋণ বা ক্ষুদ্র উদ্যোগঋণ কর্মসূচি, তেমনি তাদের কারিগরি প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে। যাচ্ছে আপনার বেশি লভবান হতে পারেন। মানুষের যার হাতে যত বেশি সম্পদ আছে, টাকা আছে। সে কিন্ত ততবেশি শক্তিশালী। সেই জায়গায় আপনারা কাজ করেন, নারী হিসেবে সেই জায়গায় আপনারা বেশি তাগাদা দেন। পরিশেষে আপনাদের ধন্যবাদ দিচ্ছি এখনি। কিন্তু এই ধন্যবাদ টা সার্থক হবে তখনি, যখন আপনারা আপনাদের আয় উন্নতি ঠিকমতো করতে পারবেন। ছাগল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রয়াসের লিফট প্রকল্পের ফোকাল পার্সন ডা. শাহরিয়ার কামাল, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হান্নান, ইউনিট-২৩ এর ব্যবস্থাপক আলম হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. রাজিন বিন রেজাউল, খামার টেকনিশিয়ান ডিপ্লোমা কৃষিবিদ জামাল উদ্দীনসহ অন্যরা। পিকেএসফের আর্থিক সহযোগিতায় প্রয়াসের লিফট প্রকল্পের (ছাগল পালন) আওতায় ৪০ জন সুবিধাভোগী নারী সদস্যের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। এসময় তাদের কৃমি নাশক ট্যাবলেটও প্রদান করা হয়। এর আগে আজ ও গতকাল মঙ্গলবার উক্ত সদস্যদের মাচা পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে ২দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।