সদর ও শিবগঞ্জে ৯২ রোগীর মধ্যে ৪৬ লাখ টাকার চেক বিতরণ

29

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে ৯২ জন ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুস্থ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ৪৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এই ৯২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩২ জন দুস্থ রোগীকে আর্থিক সহায়তা হিসেবে ১৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনসহ অন্যরা। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলায় ৬০ জন রোগীর মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রোগীদের মধ্যে এসব চেক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান। অনুষ্ঠানে ৫৪ জন ক্যান্সার রোগীকে ২৭ লাখ টাকা, তিনজন কিডনি রোগীকে দেড় লাখ টাকা ও তিনজন লিভার সিরোসিস রোগীকে দেড় লাখ টাকার চেক দেয়া হয়।