শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

92

শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা প্রতিরোধে গড়ে তুলতে ইমাম, মোয়াজ্জিন, মুক্তিযোদ্ধা কমান্ডার, কাজী, শিক্ষক/শিক্ষকা, এনজিও প্রতিনিধি, পিয়ারলিডার ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের সভাকক্ষে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project আয়োজনে অনুষ্ঠিত হয়। জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের পরিচয় বাল্যবিবাহের সার্বিক পরিস্থিতি, মূল কারণসমূহ এবং বিভিন্ন পর্যায়ের কমিটি সক্রিয় করার বিভিন্ন দিক উপস্থাপন করে। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা, শাহিন আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, তরুণ উদ্যোক্তা ও শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম সহ অন্যরা।