শিবগঞ্জে বৈশ্বিক বাজারে আম রপ্তানি উন্নয়নে প্রশিক্ষণের সমাপনী

146

বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাকশন বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে শিবগঞ্জে আম ও আম জাতীয় মানসম্মত পণ্যের বহুমুখীকরকরণ ও   বৈশ্বিক বাজারে রপ্তানির লক্ষ্যে প্যাকেজিংয়ের উন্নয়নে দুদিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ এগ্রো প্রসেসর’স এসোসিয়েশনের সচিব তৈমুর রহমান।  এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামানসহ অন্যরা। এর আগে ভার্চুয়ালি যুক্তি হয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিন্নাত রেহানা। প্রশিক্ষণে ৫০ জন আমচাষী-ব্যবসায়ী অংশ নেন।