গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

212

গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সরাইগাছী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বিদ্যুৎ অফিসের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ বিকেলে ওই সড়কের মাগুরশহর কাতইপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎকর্মী নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট গ্রামের বাসিন্দা মৃত নারায়ণ চন্দ্র দাসের ছেলে মদন কুমার। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গোমস্তাপুর উপজেলার এনায়েতপুরস্থ পল্লী বিদ্যুত কার্যালয়ের লাইনম্যান মদন কুমার দুপুরের পর নিজ বাড়ি থেকে অফিস ফিরছিলেন। পথে মাগুর শহর কাতইপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মদন কুমার রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ওই সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফায়ারসার্ভিসকে খবর দেন। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতবস্থায় মদন কুমারকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিবারকে জানানো হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।