শিবগঞ্জে বিপুল পরিমান মাদকসহ আটক ৫

103

শিবগঞ্জে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক ৫টি অভিযানে ৪৮৪ বোতল ফেনসিডিল, ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজা, ১৪৫পিস ইয়াবা ,২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকাসহ ৫ জন আটক হয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জের বালিয়াদিঘী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আরিফ হোসেন, বালিয়াদীঘি উত্তরপাড়া গ্রামের জয়েদেরে ছেলে মোজাম্মেল, উত্তর উজিরপুর গ্রামের বাদরুল ইসলামের ছেলে রাসেল, হাদিনগর গ্রামের তৈমুরের ছেলে বাসির ও গোমস্তাপুর উপজেলার মাগুর শহর গ্রামের আব্দুল লতিবের ছেলে মোবারক হোসেন।
পুলিশ সুপার কার্যালয় জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বালিয়াদিঘী পশ্চিমপাড়া এলাকা থেকে ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হন আরিফ ও মোজাম্মেল। চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, গতকাল রাতে সোনামসজিদ বিওপি টহল দল সালামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১০ বোতল ফেনসিডিল, ১৪৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে তেলকুপি বিওপি টহল দল সীমান্তের ৪শ’ গজ ভেতরে বিনোদপুরে অভিযান চালায়। এসময় মালিকবিহীন ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, গতকাল শিবগঞ্জের পুস্কুনি এলাকায় সড়কে চেকপোষ্ট বসানো হয়। দুপুর ১টার দিকে চেকপোষ্টে একটি ইজিবাইক তল্লাশী করে ১শ’ বোতল ফেনসিডিল ভর্তি একটি বস্তাসহ গ্রেফতার করা হয় মোবারক ও বাসিরকে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একই চেকপোষ্টে চার্জার ভ্যান চালক রুবেলকে ভ্যানে থাকা ৪টি টিনের কন্টেইনারে রাখা ৩শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তবে এসময় তার এক সঙ্গি পালিয়ে যায়।
মাদক উদ্ধারসহ আটকের এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।