রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

96

গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে অভিভাবক এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরা নতুন কারিকুলামের বৈশিষ্ট্য ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শরিফুল ইসলাম ও মোঃ নাসিম। এছাড়া বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক জিল্লুর রহমান। আলোচনায় ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকরা নতুন কারিকুলামের বৈশিষ্ট্য ও মূল্যায়ন পদ্ধতি ছাত্রদের ও অভিভাবকদের সামনে তুল ধরে বুঝিয়ে দেন।