নেজামপুরে বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি উদযাপিত

100

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে -প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে- ঝড়ষঁঃরড়হং ঃড় ঢ়ষধংঃরপ চড়ষষঁঃরড়হ. প্রতিপাদ্যে “বিশ্ব পরিবেশ দিবস” এবং “জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি” উদযাপিত হয়েছে। আজ সকালে এ উপলক্ষে নেজামপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ ও বিভিন্ন স্থানে বৃক্ষরোপন শেষে নেজামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রবীণ ব্যক্তিত্ব ইব্রাহীম মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী উজ্জল হোসেন, ইউনিট ব্যবস্থাপক প্রসন্ন কুমার পাল, সমাজ উন্নয়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এমআইএস অফিসার মাসুদ পারভেজসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি -কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিবসগুলো পালন করা হয়।