মুজিব বর্ষ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

137

মুজিব বর্ষ (২০২০-২০২১) পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহীস চৌধুরী বীর বিক্রম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম.পি। বিদ্যুত বিভাগের সিনিয়র সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান ও দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আওলাদ ও আইনাল হক, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বোর্ড সভাপতি তহুরুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহেদুল আলম সহ সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি ডিজিএম মোকসেদুল হাকিম জানান, আজ থেকে ১ম ব্যাচের ৩০ জনের প্রশিক্ষণ কর্মসূচী এই অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।