নাচোলে বিনামূল্যে ১৪০জন কৃষককের মাঝে মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে

77

নাচোলে খরিপ-২/২০১৯-২০২০ মোৗসুমে মাসকলাই উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার। আলোচনা শেষে নাচোল পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ১৪০জন কৃষকদের মাঝে ৫ কেজি মাসকলাই এর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।