রেডিও মহানন্দা ও শ্রোতাক্লাব পরিদর্শন করলেন শাপলা নীড়ের প্রোগ্রাম অফিসার মাহফুজা পারভীন

218

রেডিও মহানন্দা ও শ্রোতাক্লাব পরিদর্শন করলেন শাপলা নীড়ের প্রোগ্রাম অফিসার মাহফুজা পারভীন। আজ সকালে হরিনগর উচ্চ বিদ্যালয়ের শ্রোতা ক্লাবের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল,রেডিও মহানন্দার প্রযোজক মো. নয়ন আলী, সহকারি
টেকনিক্যাল অফিসার শাহরিয়ার হোসেন, হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিমসহ শ্রোতাক্লাবের সদস্যসহ রেডিও মহানন্দার কর্মীরা। এসময় শ্রোতাক্লাবের গঠন, গৃহকর্মী কন্যাশিশু সুরক্ষা ও কল্যাণ নীতিমালার বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। পরে বেলা ১২ টায় ঝেলা শহরে অবস্থিত পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় প্রধান শিক্ষক ফারুকা বেগম বিদ্যালয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারপর বিকেল ৩ টায় চাঁপাই পলশায় অবিস্থত প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কন্যা শিশু গৃহকর্মী সুরক্ষার বিষয়ে একটি গম্ভীরা পরিবেশন করেন ফোক থিয়েটার ইন্সটিটিউটের শিল্পীরা। এরপর, রেডিও মহানন্দায় প্রতি বুধবার বিকেল ৫ টায় সম্প্রচারিত কন্যাশিশু গৃহকর্মী সুরক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠান “স্বপ্ননীড়” অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি জিয়াউর রহমান পিপিএম, সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম ও শাপলা নীড় প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাহফুজা পারভীন। উল্লেখ্য, স্বপ্ননীড় অনুষ্ঠানটিতে গৃহকর্মী কন্যাশিশু সুরক্ষা ও কল্যাণ নীতিমালার আলোকে গৃহকর্মে নিযুক্ত কর্মীদের কাজের শর্ত ও নিরাপত্তা, শোভন কর্মপরিবেশ, পরিবারসহ মর্যাদার সাথে জীবনযাপনের উপযোগী মজুরি ও কল্যাণ, নিয়োগকারী ও গৃহকর্মীদের মধ্যে সুসম্পর্ক ও কোনো অসন্তকুষ্টি হলে তা নিরসন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন অতিথিরা।